মোদী-জমানায় দেশজুড়ে ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে বারবার প্রকাশ্যে এসেছে নারীসুরক্ষা ও নারীনিরাপত্তার করুণ পরিস্থিতি। অন্যদিকে, ক্রমাগত ফুটে উঠেছে রেলের চূড়ান্ত অব্যবস্থার চিত্র। এবার যোগীরাজ্যে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে ট্রেনের মধ্যেই রেলকর্মীকে পিটিয়ে মারল উত্তেজিত যাত্রীরা! ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে লখনউতে দিল্লীগামী হামসফর এক্সপ্রেসে। প্রাথমিক তদন্তের পরে জিআরপি জানিয়েছে, বিহারের সিওয়ান থেকে সপরিবারে ওই ট্রেনের এসি থ্রিটায়ার কামরায় উঠেছিল ওই কিশোরী। সেই কামরাতেই ছিলেন রেলের এক গ্রুপ ডি কর্মী। কিশোরীটিকে তাঁর আসনে বসতে বলেন ওই যাত্রী। অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ কিশোরীর মা শৌচাগারে গেলে সেই সুযোগে ওই রেলকর্মী তাঁর শ্লীলতাহানি করেন।
এরপর মা ওয়াশরুম থেকে ফিরলে কাঁদতে কাঁদতে তাঁকে সবকিছু জানায় কিশোরীটি। ওই মহিলা তখন বিষয়টি জানান তাঁর স্বামী, শ্বশুর এবং সহযাত্রীদের। ট্রেন আইশবাগে পৌঁছানোমাত্র অভিযুক্তকে ঘিরে ধরে শুরু হয় গণপিটুনি। কানপুর সেন্ট্রাল স্টেশনে ট্রেন পৌঁছালে নেতিয়ে পড়েন অভিযুক্ত রেলকর্মী। জিআরপির হাতে তুলে দেওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব মৃত্যু হয় সেই রেলকর্মীর।