চিকিৎসকদের ক্রমাগত কর্মবিরতির জেরে দুর্ভোগের কবলে পড়ছেন সাধারণ মানুষ। একের পর এক প্রকাশ্যে আসছে চিকিৎসার অভাবে রোগীমৃত্যুর খবর। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২৯ জন। এবার প্রত্যেক মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তারদের দীর্ঘদন কাজ বন্ধ রাখার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। এর কারণে আমরা ২৯ জনের মূল্যবান জীবন হারিয়েছি। শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে, রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে”, নিজের এক্স হ্যান্ডলে লেখেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নে ডাক্তারদের জন্য ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করার পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে ২৯ জন বিনা চিকিৎসায় মারা যাওয়ার পরিসংখ্যান সামনে এনেছিলেন তিনি। আর আজই মৃতদের পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন মমতা। তবে এর আগে বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ ওঠার পর পরই সেই দাবি খারিজ করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বারবার বলেছেন, বিনা চিকিৎসায় মারা গেছেন এমন ঘটনা ঘটেনি। সবটাই নাকি অপপ্রচার। সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়েছিল। মঙ্গলবার বিকেলের মধ্যে সেই নির্দেশ মানতে হত তাঁদের। কিন্তু তাঁরা তা মানেননি। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির আবহেই আর জি করে এক যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।