ফের বিতর্কের কেন্দ্রে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রুচিহীন আক্রমণে বিঁধেছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তায় রাজ্যপাল জানান, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক ভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। নাম না করে মমতাকে ‘লেডি ম্যাকবেথ’ বলে কটাক্ষ করেছেন বোস। এবার এর তীব্র প্রতিবাদের সরব হল তৃণমূল। সাংবিধানিক পদে থেকে কীভাবে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এভাবে কথা বলা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির।
তৃণমূলের বক্তব্য, রাজ্যপাল তাঁর সীমা লঙ্ঘন করছেন। দলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এবিষয়ে বলেন, মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক কর্তব্য একদিকে রাখেন, অন্যদিকে রাজ্যপালের সঙ্গে দূরত্ব রাখেন। ১৫ আগস্ট সৌজন্য বজায় রেখে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপালের কাছে না বসে খোলা বারান্দায় বসেছিলেন। রাজ্যপালকে আসতে হয়েছিল তাঁর সঙ্গে কথা বলতে। মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যপালের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। “রাজ্যপালের বিরুদ্ধে যে সমস্ত ভয়ঙ্কর অভিযোগ আছে, যেগুলি তিনি সাংবিধানিক রক্ষাকবচ নিয়ে এড়িয়ে থাকেন। রাজ্যপালকেই তো সামাজিক বয়কট করা উচিত”, বোসকে একহাত নিয়ে জানান কুণাল।