Congress রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছিল আগেই। শুক্রবারই তাতে সিলমোহর দিলেন বজরং পুনিয়া ও ভিনেশ ফোগট। এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন এই দুই অলিম্পিয়ান কুস্তিগির। গত ২০২৩ সালে তৎকালীন বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন কুস্তিগিররা। সেই প্রতিবাদে একেবারে সামনের সারিতে ছিলেন ভিনেশ ও পুনিয়া। হরিয়ানায় বিধানসভা ভোটের ঠিক আগে তাঁদের যোগদানে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী কংগ্রেস। চাপে বিজেপি। কংগ্রেসে যোগদানের ঠিক আগে, রেলের চাকরিতে ইস্তফা দেন ভিনেশ। যোগদানের মুহূর্তে পদ্মশিবিরকে একহাত নেন তিনি। বলেন, “আপনজন তা চেনা যায় খারাপ সময়ে। আমাদের যখন (শ্লীলতাহানির প্রতিবাদ চলাকালীন) রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একমাত্র বিজেপি ছাড়া সব দল পাশে ছিল। কংগ্রেস আমাদের চোখের জল, যন্ত্রণার কথা বুঝেছিল। সেজন্য কংগ্রেসকে ধন্যবাদ জানাতে চাই।” বিজেপিকে তোপ দাগতে ছাড়েননি বজরং পুনিয়াও। “দেশের মেয়েদের জন্য সরব হওয়ার মূল্য চোকাতে হয়েছে আমাদের। প্রতিবাদ চলাকালীন বিজেপি সাংসদদের কাছে সমর্থন চেয়ে চিঠি দিয়েছিলাম। তাঁদের কাউকেই পাইনি আমরা। উল্টোদিকে কংগ্রেস স্বেচ্ছায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল”, বলেন তিনি।
আরও পরুনঃ আর জি কর কাণ্ডে মূল অপরাধী সঞ্জয়ই! – জানাল সিবিআই, ফাঁস রাম-বামের ষড়যন্ত্র
উল্লেখ্য, সম্প্রতি কৃষকদের সভাতেও উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছিলেন ভিনেশ। দু’দিন আগে এই দুই কুস্তিগিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাহুল গান্ধী। এদিন দিল্লীতে কংগ্রেস সদর দফতরে এসে দুই কুস্তিগির হাত শিবিরে যোগদান করেন। সূত্রের খবর, ভিনেশ প্রার্থী হতে পারেন জুলানা আসন থেকে। বজরং পুনিয়াকে প্রার্থী করা হতে পারে বাদলি আসনে। এদিন দুই কুস্তিগির কংগ্রেসে যোগ দেওয়ার আগে দিল্লীতে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। পরে তাঁদের সঙ্গে ছবি পোস্ট করে খাড়গে এক্স হ্যান্ডলে লেখেন, “চক দে ইন্ডিয়া, চক দে হরিয়ানা।” পরে সদর দফতরে এসে দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, মুখপাত্র পবন খেরা ও হরিয়ানার প্রদেশ সভাপতি উদয় ভানের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন দুই কুস্তিগির। ভিনেশ ফোগট বলেন, মহিলাদের বিরুদ্ধে খারাপ আচরণ ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। যন্তর মন্তরে কুস্তিগিরদের প্রতিবাদ চলাকালীন বিজেপি আইটি সেলের ভুয়ো প্রচার নিয়ে এদিন সরব হন তিনি। “ওদের অপপ্রচারের কারণে হয়তো কুস্তি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতাম। ওরা বলেছিল, আমি জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চাইছি না। অংশ নিয়েছি। ওরা বলেছিল প্রতিবাদের অছিলায় ট্রায়ালে অংশ নিতে চাইছি না। নিয়েছি। ওরা বলেছিল, আমি ওলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারব না। কিন্তু আমি ফাইনালে উঠেছি। দুর্ভাগ্যবশত, ভগবানের অন্য পরিকল্পনা ছিল। তিনি এখন চাইছেন আমি দেশের মানুষের সেবা করি”, জানান ভিনেশ।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832379934049751547