Uttar Pradesh বেনজির ঘটনার সাক্ষী রইল বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। স্কুলে বিরিয়ানি নিয়ে আসায় কড়া সাজার কবলে পড়ল এক পাঁচ বছরের এক ছাত্র! বহিষ্কার করা হল তাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার হিল্টন কনভেন্ট স্কুলে। বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিনে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’। ভিডিওয় দেখা যাচ্ছে, ওই ছাত্রের মা স্কুলের অধ্যক্ষের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। অধ্যক্ষকে বলতে শোনা যাচ্ছে, “আপনার ছাত্র ক্রমাগত আমিষ খাবার নিয়ে আসছে। আপনার সন্তান বলছে যে সে সবাইকে আমিষ খাবার খাওয়াতে বাধ্য করে ইসলামে দীক্ষিত করতে চায়।”
আরও পরুনঃ মধ্যপ্রদেশে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস! – ব্যাহত ট্রেন চলাচল, ফের প্রশ্নের মুখে রেল
এরপর সেই অধ্যক্ষ ছাত্রটির দিকে তাকিয়ে তিনি বলেন, “ও হিন্দুদের মন্দিরগুলো ধ্বংস করতে চায়।” ওই মহিলা বলেন, তাঁর ছেলে গত তিন মাস ধরে অভিযোগ করে আসছে ক্লাসের ছাত্ররা শুধু “হিন্দু-মুসলিম” করছে। উত্তরে অধ্যক্ষ বলেন, “আপনি তাকে এটা শেখাচ্ছেন।” অধ্যক্ষ আরও বলেন, “আমি আর পড়াতে চাই না। আমরা ওকে বহিষ্কার করেছি।” মহিলার অভিযোগ, তাঁর ছেলেকে সকাল থেকে বসতেই দেওয়া হয়নি শ্রেণিকক্ষে। স্থানীয় জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তিনটি সরকারি স্কুলের অধ্যক্ষদের নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাদের। ঘটনায় ইতিমধ্যেই ছড়িয়েছে শোরগোল। নিন্দার ঝড় বইছে নেটমাধ্যমে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1832359854234546469