RG Kar কেটে গিয়েছে ২৩ দিন। সিবিআইয়ের হাতে আর জি কর কাণ্ডের তদন্তভার গেলেও এখনও অধরা সুরাহাসূত্র। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রশ্নবাণে বিঁধলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা। প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। যদি তা হয়েই থাকে, তবে কীভাবে হয়েছে, কারা করেছে? সিবিআই তা বলছে না কেন? সেই অপরাধীদের সিবিআই এখনও পর্যন্ত গ্রেফতার করেনি কেন? কেন তাদের আইনের আওতায় আনা হয়নি? প্রশ্ন তোলেন ব্রাত্য। এদিন একইসঙ্গে বিজেপির দ্বিচারিতা নিয়েও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মন্ত্রী শশী পাঁজা বলেন, “বিজেপি বিধানসভার ভিতরে অপরাজিতা বিলকে সমর্থন জানিয়ে বলছে, দেরি করলে সিবিআইয়ের কাছ থেকেও তারা জবাব চাইবে। কিন্তু তারা নবান্ন অভিযান, রাজ্য মহিলা কমিশনের গেটে তালা ঝোলানোর অভিযান করলেও তারা সিজিও কমপ্লেক্স অভিযান করেনি। কেন? তারা বাইরে এক কথা বলবে, আবার বিধানসভার ভিতরে আর এক দাবি করবে, তা তো হতে পারে না!”
পাশাপাশি, তিনি জানান, “৯ আগস্ট ঘটনার দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের গতি-প্রকৃতির উপর নজর রেখেছিলেন। তিনি নিজেই একাধিকবার জানিয়েছেন, ওইদিন ঝাড়গ্রামে থাকলেও পুলিশের সঙ্গে ক্রমাগত যোগাযোগে ছিলেন। ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রাই। এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারপর ২৩টা দিন কেটে গিয়েছে। নতুন করে আর কোনও গ্রেফতারও হয়নি।” তাই এবার জবাব দিক সিবিআই, দাবি তৃণমূলের। তিলোত্তমার শোকবিহ্বল পরিবারকে নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন ব্রাত্য ও শশী।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1831664894040588298