Abhishek Banerjee এবার দলের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে, জানিয়ে দিলেন তিনি। দলের সবাইকে অনুরোধ করলেন মেডিকেল ফ্রেটারনিটি বা সিভিল সোসাইটি থেকে কাউকে খারাপ কথা না বলার জন্য। অভিষেক এদিন সমাজমাধ্যমে জানালেন, প্রত্যেকেরই প্রতিবাদ করার এবং নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে। এটাই অন্যান্য বিজেপি শাসিত রাজ্য থেকে আলাদা করে বাংলাকে।
আরও পরুনঃ ‘রাজনৈতিক রঙ লাগাবেন না আন্দোলনে!’ – অভিজিৎ ও রুদ্রনীলকে ‘গো ব্যাক’ স্লোগান ডাক্তারদের
পাশাপাশি অভিষেকের বক্তব্য, যোগীরাজ্যের ‘বুলডোজার’ মডেল এবং রাজনীতির নিপীড়ন কৌশলের বিরুদ্ধে আন্তরিকভাবে লড়াই করেছেন তাঁর দল। এই ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার এখনই সময়। বাংলাকে অবশ্যই এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। যতক্ষণ না অপরাধীদের শাস্তি না হয় এবং রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের দ্বারা একটি ধর্ষণ-বিরোধী আইন প্রণয়ন করা হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছেন তিনি।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1830892672682184710