Nabanno Abhijan মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’-এর নামে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। তার জেরেই বড় সমস্যায় পড়ল বড়বাজারের ব্যবসা। সেদিন বড়বাজার এলাকায় খুলতে শুরু করেছিল দোকানপাট। কেনাকাটাও শুরু হয়েছিল। বেলা দশটার পর বড়বাজারের চেহারা বদলে যায়। নবান্ন অভিযানকে কেন্দ্র করে অশান্তির আতঙ্কে ও খদ্দের না থাকায় বাধ্য হয়ে দোকান বন্ধ করে দিতে বাধ্য হলেন বিক্রেতারা। ব্যবসায়ীদের হিসেব, পুজোর মুখে বিক্রি বন্ধ থাকায় প্রায় ১০০ কোটি টাকার বেচাকেনার ক্ষতি হল শুধু বড়বাজারে। বড়বাজারের ক্রেতারা মূলত হাওড়া এবং শিয়ালদহ হয়ে আসেন। নবান্ন অভিযানের মিছিল আটকাতে বন্ধ করা হয়েছিল হাওড়া ব্রিজ। কলেজ স্কোয়ার থেকে আসা মিছিলের কারণে অবরুদ্ধ ছিল এম জি রোড। ক্রেতা আসেনি শিয়ালদহের থেকেও। পুলিশ বড়বাজারের ব্যবসা-অঞ্চলগুলির মুখ গার্ডরেল দিয়ে বন্ধ করে দিয়েছিল আশঙ্কায়। খদ্দেররা দিশাহারা হয়ে পড়েন। ঘুরপথে দোকান খুঁজতে গিয়ে বড়বাজারে নাজেহাল হন সাধারণ মানুষও।
আরও পরুনঃ ৫০ শতক জমি থাকলেই কৃষিযন্ত্রে মিলবে ভর্তুকি – ক্ষুদ্র কৃষকদের স্বার্থে নয়া উদ্যোগ মমতা সরকারের
এরপর পুলিশ যে সময় থেকে কাঁদানে গ্যাস ছুড়তে থাকে, তখনই দোকানের ঝাঁপ নামিয়ে দেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের স্পষ্ট বক্তব্য, “বিচার আমরাও চাই। এভাবে ব্যবসা বন্ধ করে দিনভর আন্দোলনের কী অর্থ, তা জানা নেই।” খাবারের দোকানদারেরা বলছিলেন, “এত খাবার এখন কী হবে? এই ক্ষতির দায় কে নেবে?” জেলা থেকে ছোট দোকানদাররা পাইকারি কেনাকাটা করতে বড়বাজারে এসেছিলেন। তাঁরাও ফিরে গিয়েছেন। ব্যবসায়ীদের চোখেমুখে রীতিমতো দেখা গেল আতঙ্ক। পোস্তা এলাকাতে সন্ধ্যা পর্যন্ত লরি ঢুকতে দেয়নি পুলিশ। থমকে ছিল ব্যবসা।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1829100456276070504
বড়বাজার-সংলগ্ন জগন্নাথ ঘাট ফুলবাজারে এদিন সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়নি ফুল-মালা। ডাঁই হয়ে পড়ে গাঁদা-রজনীগন্ধা। সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বললেন, একদিনে ৪০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হল। কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনসয়ের প্রেসিডেন্ট সুশীল পোদ্দার বলেন, পুজোর মুখে বড়বাজারে কেনাবেচা বন্ধ থাকার মানে এক দিনে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি। শুধু কাপড়ের ব্যবসা নয়, এই এলাকায় আরও বিভিন্ন জিনিস বিক্রি হয়। পুজোর আগে স্বাভাবিকভাবেই বড় ক্ষতির কবলে পড়লেন ব্যবসায়ীরা।
