RG Kar ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছে বঙ্গ বিজেপি। সম্প্রতিই আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের মর্মান্তিক যৌন নির্যাতন ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় সারা রাজ্য। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই নোংরা রাজনীতিতে আগুনে হাত সেঁকে নিতে উদ্যত গেরুয়াশিবির। ছড়ানো হচ্ছে একের পর এক ভুয়ো ও বিভ্রান্তিকর খবর। অভিযোগ উঠছে, বাংলায় অস্থিরতা তৈরি করতে ‘টুলকিট’ নিয়ে আসরে নেমে পড়েছে তারা। উদ্দেশ্য একটাই। বাংলার সরকারকে ফেলা দেওয়া। কৌশলে মানুষের আন্দোলনের দখল নিতে চাইছে বিজেপি। “Mamata Must Resign”-শীর্ষক ট্রেন্ড চালানো হচ্ছে। সিবিআই, পাঁচ দিন হল তদন্তভার হাতে নিয়েছে কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে কিছুই জানানো হয়নি। তবুও সিবিআইয়ের কাছে জবাবদিহি চেয়ে প্রতিবাদের লেশমাত্র নেই সমাজমাধ্যমে।
প্রসঙ্গত, সিবিআই কেসের তদন্তভার নেওয়ার পর ১৫ আগস্ট থেকে বিজেপির আইটি সেল “Mamata Must Resign” হ্যাশট্যাগ ট্রেন্ড করানো আরম্ভ করে। দেখা যাচ্ছে, আমজনতা, প্রতিবাদীরা ওই হ্যাশট্যাগ ব্যবহার করছেন না।

বিজেপি এবং হিন্দুত্ববাদী বিভিন্ন হ্যান্ডেল থেকে ওই হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করানো হচ্ছে। চার দিনে দু’লক্ষের বেশি পোস্ট হয়েছে ওই হ্যাশট্যাগ ব্যবহার করে। রিচ প্রায় ৯১ মিলিয়ন। উল্লেখ্য, বিভিন্ন দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্যবহার করেছে বিজেপি। ৪৫ শতাংশ পোস্ট করা হয়েছে মার্কিন মুলুক থেকে! রাশিয়া, এরিট্রেয়া, নাইজেরিয়া, কলম্বিয়া, সুরিনাম ইত্যাদি দেশ থেকে পোস্ট করানো হয়েছে। এগুলো যাবতীয় পেড পোস্ট। অর্থাৎ পয়সার বিনিয়মে করা। অন্যদিকে, পাঁচ দিন যাবৎ তদন্ত নিয়ে মুখে কুলুপ সিবিআইয়ের।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1825467958769987691
বাংলার মাটিতে রাজনৈতিক সুবিধা পেতেই কি বিজেপি ও সিপিএম এক সঙ্গে রাজ্যের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যা প্রচারে নেমেছে? জনতার আবেগকে ব্যবহার করে নিজের রাজনৈতিক জমি শক্ত করছে বিরোধীরা? প্রশ্ন উঠছে এমনটাই।
rg kar