RG Kar Medical College সম্প্রতি আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় সারা রাজ্য। চলছে তদন্ত। তবে ইতিমধ্যেই ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছে অনেকেই। ছড়িয়ে পড়ছে নানান ভুয়ো খবর। এবার এহেন চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি করের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও সিপিএম একযোগে যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুৎসার রাজনীতি শুরু করেছে, তার পাল্টা প্রতিবাদ হিসেবে এবার রাস্তায় নামছে তৃণমূল।
আরও পরুনঃ ৭৮তম স্বাধীনতা দিবস – দেশবাসীকে ঐক্য এবং সম্প্রীতির বার্তা মমতা ও অভিষেকের
১৭ ও ১৮ আগস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধরনা, প্রতিবাদ সভা। বুধবার বেহালায় প্রাক-স্বাধীনতা উদযাপনের অনুষ্ঠানে এই ঘোষণার সঙ্গেই আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1824019621621518667
প্রসঙ্গত, বুধবার সিপিএম ও বিজেপিকে আক্রমণ করে তাদের জমানায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে দেন মমতা। “এদের অধিকার নেই বড় বড় কথা বলার। গত শুক্রবার আরজি করের ঘটনার দিন ছিলাম ঝাড়গ্রামে। সেখান থেকেই পুলিশের সঙ্গে টানা যোগাযোগ রেখে গিয়েছি। ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে।

পৃথিবীর সেরা কলকাতা পুলিশের দক্ষ অফিসাররা তদন্ত করছিল। রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। আশা করব ওরা রবিবারের মধ্যে রেজাল্ট দেবে। মাথায় রাখতে হবে, রাজ্য পড়ুয়াদের দাবি মেনে এমএসভিপি, প্রিন্সিপাল, পুলিশকে বদলি করেছি”, স্পষ্ট জানান তৃণমূল সুপ্রিমো।
rg kar medical college