Ram Mandir এবছরের লোকসভা নির্বাচনের আগে মহা ধুমধামে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেছিল মোদী সরকার। কোটি কোটি খরচ করে নির্মিত এই মন্দির নিয়ে বিতর্কের অন্ত ছিল না দেশজুড়ে। নির্বাচনের ঠিক আগে এর উদ্বোধনের বর্ণাঢ্য ও ব্যয়বহুল আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এই পদক্ষেপকে মোদীর মস্তিষ্কপ্রসূত সুচারু রাজনৈতিক তাস বলে মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
আরও পরুনঃ ডবল ইঞ্জিন উড়িষ্যার হাসপাতালে রোগিনীকে যৌন হেনস্থা চিকিৎসকের! – তুঙ্গে শোরগোল
আর ‘রামলালা’র প্রাণপ্রতিষ্ঠার ছয় মাসেই প্রকাশ্যে এল মন্দিরের বেহাল পরিস্থিতি। কখনও ছাঁদ চুঁইয়ে জল পড়ছে, কখনও আবার মন্দিরের রাস্তা ভেঙে যাচ্ছে! এবার শুরু হল চোরের উপদ্রব। অযোধ্যার ভক্তিপথ থেকে চুরি হল প্রায় ৫০ লক্ষ টাকার বেশি জিনিসপত্র।
লিঙ্কঃhttps://x.com/ekhonkhobor18/status/1823748348420956305
প্রসঙ্গত, রামমন্দির যাওয়ার পথে রাস্তার দুধারে বাঁশের বাতিস্তম্ভের সঙ্গে আলো লাগানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই বাতিস্তম্ভের প্রায় ৪ হাজার আলো চুরি গিয়েছে। এছাড়াও ভক্তিপথ থেকে চুরি হয়েছে ৩৬টি গোবো প্রজেক্টর। সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার বেশি জিনিসপত্র চুরি গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে এবার লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র চুরি যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক।

ram mandir