Kanyashree Day ১১তম বছরে পা রাখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’। আজ, ১৪ আগস্ট রাজ্য জুড়ে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস। বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর স্কুলছুট মেয়েদের পড়াশোনার উন্নতি এবং বাল্যবিবাহ আটকানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেন। কালক্রমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তা। বিশ্বের দরবারে স্বীকৃতিও পায় এই প্রকল্প।
আরও পড়ুন : আজ কন্যাশ্রী দিবস – এগারো বছর পূর্ণ করল মুখ্যমন্ত্রী মমতার স্বপ্নের প্রকল্প
আজ বাঁকুড়া জেলার তিনটি হাইস্কুল (সারেঙ্গা গার্লস, পুনিশোল বোর্ড, সোনামুখী গার্লস) কন্যাশ্রী প্রকল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত হতে চলেছে। এছাড়া বেলিয়াতোড় যামিনী রায় কলেজ, পাঁচমুরা কলেজ ও বাঁকুড়া সম্মিলনী কলেজ কর্তৃপক্ষও ভাল কাজের জন্য বিশেষ সম্মান পেতে চলেছেন। আজ বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হলের অনুষ্ঠানে রাজ্যের তরফে এই সম্মান ও পুরস্কার তুলে দেওয়া হবে স্কুলের প্রধান শিক্ষক ও কলেজের অধ্যক্ষের হাতে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1823640950255542279

kanyashree day