Money Scam নরেন্দ্র মোদীর জমানায় বারবার প্রবল সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এর মধ্যেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। মোদী-জমানায় ঘটল ১২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি! আর বি ইনভেস্টমেন্ট নামে একটি সংস্থার বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে। সংস্থাটির মালিক রাজেশ বোথরা এবং রেশমি বোথরা। সারা ভারতে তো বটেই, বিদেশেও নেটওয়ার্ক রয়েছে এই সংস্থার।
বোথরা দম্পতির বিরুদ্ধে অভিযোগ, দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে একটি জাল আর্থিক প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কোটি টাকা তছরূপ করেছে তারা।

পাশাপাশি, বোথরা-দম্পতির বিরুদ্ধে বিভিন্ন বেআইনি কার্যকলাপ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং ষড়যন্ত্রেরও অভিযোগ রয়েছে। পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং) আইনেও অভিযুক্ত তারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1822975396440162565
এই বিশাল অঙ্কের অর্থ তছরূপের বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য ইডিকে একটি সিট গঠনের আর্জি জানানো হয়েছে। সিবিআই, আরবিআই, সেবি এবং ইডির আধিকারিকরা থাকবেন এই বিশেষ তদন্তকারী দলে। তবে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বোথরা দম্পতির তরফ থেকে।
money scam