Budget মোদী সরকারের পেশ করা নতুন পূর্ণাঙ্গ বাজেটের বিরুদ্ধে ক্রমশই সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। এই বাজেটকে সম্পূর্ণ জনস্বার্থবিরোধী ও দিশাহীন বলে দাবি করেছে তারা। এবার চলতি বছরের বাজেটকে বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। প্রবীণ তথা অভিজ্ঞ অর্থনীতিবিদের অভিযোগ, দেশের অর্থনীতিকে দিশা দেখাতে পুরোপরি ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। সাংবাদিক সম্মেলেন করে কেন্দ্রীয় বাজেটের খামতির দিক তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, মুষ্টিমেয় কয়েকটি রাজ্যকে সুবিধা করে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তত্ত্বগুলি বিনষ্ট করা হচ্ছে। যোজনা কমিশনের সময়েও যুক্তরাষ্ট্রীয় তত্ত্বের কিছু অবশিষ্ট ছিল। নীতি আয়োগে তার কিছুই নেই।
সিএমআইই-র রিপোর্টে দেখা যাচ্ছে, সাম্প্রতিক কালের মধ্যে দেশে বেকারত্বের হার সর্বাধিক, প্রায় ৯.১৮ শতাংশ। তাঁর দাবি, দেশে বেকারত্ব বাড়ছে। অসংগঠিত ক্ষেত্রটি বাজেটে বঞ্চিত। অসংগঠিত ক্ষেত্রেও প্রায় ১.৬ কোটি মানুষ কাজ হারিয়েছেন। গোটা দেশের চেয়ে অনেক ভাল পরিস্থিতিতে রয়েছে বাংলা। জাতীয় হারের চেয়ে রাজ্যে প্রায় তিন শতাংশ কম বেকারত্ব। অমিত মিত্রের মতে, বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ বিষয়ে দেশকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই করেননি। ৫০০টি কোম্পানিতে কেন্দ্র বছরে কুড়ি লক্ষ যুবক-যুবতীর ইন্টার্নশিপের কথা বলেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী। যা সম্পূর্ণ মিথ্যাচার। এসব কোম্পানিতে এত যুবক-যুবতীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ক্ষমতা তাদের নেই। অগ্নিবীরদের ক্ষেত্রে যা হয়েছিল, এক্ষেত্রেও ছবিটা একইরকম।

পাশাপাশি অমিতবাবু মনে করিয়েছেন, মোদী-জমানায় কেবল বেকারত্ব বৃদ্ধিই নয়, চাকরীজীবী থেকে শুরু করে স্ব-নিযুক্ত, সবার গড় মাসিক আয় কমেছে। শহরেও কমেছে কাজের সুযোগ। পরিসংখ্যান দিয়ে তা তুলে ধরেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের রিপোর্টেই দেখা যাচ্ছে, ২০১২ সালের তুলনায় ১০ বছরে সাধারণ কর্মচারী বা চাকরিজীবীদের গড় মাসিক আয় ১২ হাজার ১০০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৫ টাকা। ‘সেল্ফ এমপ্লয়েড’ তাঁদের গড় মাসিক আয় ৭ হাজার ১১৭ টাকা থেকে কমে ৬ হাজার ৮৪৩ টাকায় নেমে এসেছে। তিনি বলেন, দেশে এই প্রথম শহরে কাজ না-পেয়ে যুবক-যুবতীরা গ্রামীণ এলাকায় ফিরে যাচ্ছেন।
Link:https://x.com/ekhonkhobor18/status/1822912267161092113
গ্রামীণ ভারতে কৃষিকাজের সঙ্গে যুক্তদের মজুরিও তলানিতে। দেশের বেকারত্বের হার কম দেখাতে অস্থায়ী কর্মীদের এবং শুধুমাত্র বাড়ির কাজে নিযুক্ত থাকেন, এমন ব্যক্তিদেরও ধরে নেওয়া হচ্ছে। তাঁর কথায়, “কর্মসংস্থানের সংখ্যা দেখাতে গিয়ে কেন্দ্র গৃহবধূ, সাময়িক নিয়োগ ও স্বনিযুক্তদেরও যুক্ত করে নিয়েছে। যা অত্যন্ত লজ্জার। কর্মসংস্থানের মানে কাজ করে মজুরি পাওয়া। গৃহবধূরা কি সেটা পান? বাজেটে কর্মসংস্থান নিয়ে ভুয়ো দাবি করা হচ্ছে।” এছাড়া এলপিজি এবং গণবণ্টনে ২.৬৪ এবং ৩.৪৫ শতাংশ ভর্তুকি কমানো হয়েছে। রাজ্যের ন্যায্য প্রাপ্য আটকে রাখার পাশাপাশি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এবং অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে রাজ্যের প্রতি বঞ্চনা আরও অনেকগুণ বাড়িয়েছে মোদী সরকার, এমনটাই দাবি করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী।
budget amit mitra