Mamata Banerjee অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও ভয়াবহ পরিবেশে সন্ত্রস্ত ওপার বাংলা। সম্প্রতিই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন ডঃ মহম্মদ ইউনুস। শুক্রবার তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর আশা, দ্রুত সংকট কাটবে ও শান্তি ফিরবে। মুখ্যমন্ত্রীর বার্তা, “প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব।” ঢাকার বঙ্গভবনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। ইউনুসের সঙ্গে শপথ নেন আরও ১৩ জন। তিনজন শপথ নিতে পারেননি। সবমিলিয়ে ইউনুসের নেতৃত্বে মোট ১৬ জন সদস্য থাকবেন অন্তর্বর্তী সরকারে।

আজ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনুস-সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক, এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।”
আরও পড়ুন: আইনের উল্লেখ করেই হাত ঝাড়ল কেন্দ্র! – বাংলার চা-শ্রমিকদের দায় নিতে চরম অনীহা মোদী সরকারের
পাশাপাশি সে দেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষ বার্তা দিয়েছেন মমতা। লিখেছেন, “আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকব।” প্রসঙ্গত, দেশের পূর্ব দিকে বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬ কিমি ভাগ করে ভারত। এর মধ্যে অনেকটাই রয়েছে বাংলায়। ফলত বাংলাদেশে শান্তি ফিরলে, স্থিতিশীল সরকার গঠিত হলে এ রাজ্যও চিন্তামুক্ত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821863793657274715
mamata banerjee bangladesh