Tea Estate ফের স্পষ্ট হয়ে উঠল বাংলার প্রতি মোদী সরকারের চরমতম অবহেলা ও বঞ্চনার প্রতিচ্ছবি। এবার রাজ্যের চা-শ্রমিকদের ভালোমন্দের দায়িত্ব সুকৌশলে এড়িয়ে গেল কেন্দ্র। এব্যাপারে যাবতীয় দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের উপরই ছাড়ছে তারা। বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূলের প্রশ্নের জবাবে শুধুমাত্র এ সংক্রান্ত আইনের উল্লেখ করেই কার্যত দায় সারল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। এদিন রাজ্যসভায় উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের কাজের পরিস্থিতি নিয়ে শ্রমমন্ত্রককে লিখিত প্রশ্ন করেন তৃণমূল সাংসদ দোলা সেন। উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের দুরবস্থা সম্পর্কে কেন্দ্রীয় সরকার অবগত রয়েছে কি না, তা জানতে চান তিনি।

আর এরই জবাবে কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, ১৯৫১ সালের প্লান্টেশনস লেবার আ্যাক্টের মাধ্যমে চা বাগান শ্রমিক-কর্মচারীদের দেখভাল করা হয়। ওই আইনের মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিই তা করে।
কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, টি বোর্ডের মাধ্যমে কেন্দ্রও চা বাগান শ্রমিকদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়নের সঙ্গে জড়িয়ে থাকে। তবে ওই শ্রমিক-কর্মচারীরা ঠিকমতো বাড়িঘর পাচ্ছেন কি না, চিকিৎসা পরিষেবা, শিক্ষা মিলছে কি না, তা শেষমেশ দেখতে হয় রাজ্য সরকারকেই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821862155060183503
tea estate