Abhishek Banerjee ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে নরেন্দ্র মোদীর সরকার। বিভিন্ন ক্ষেত্রে উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। একশো দিনের কাজের প্রকল্প বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না কেন্দ্র। সম্প্রতিই এই প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করার কড়া চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই চ্যালেঞ্জের মুখে নীরবই রইলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মিলল না সদুত্তর। বৃহস্পতিবার রাজ্যসভায় ফিনান্স বিল নিয়ে সওয়া ঘণ্টা বক্তব্য রাখলেও বাংলার বকেয়া নিয়ে শ্বেতপত্র প্রকাশ প্রসঙ্গে টুঁ শব্দটি করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বৃহস্পতিবার এই ইস্যুতেই রাজ্যসভায় নির্মলাকে চেপে ধরেন তৃণমূল সাংসদরা৷

এদিন অধিবেশন চলাকালীনই রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তোলেন, কেন বিমা এবং স্বাস্থ্যবিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবির বিষয়ে একটি কথাও বলছেন না নির্মলা? কেন জিএসটি কাউন্সিলের কথা বলে তিনি বিষয়টি এড়াতে চাইছেন? এর পরেই নির্মলা বলেন, একজন মুখ্যমন্ত্রী তাঁকে চিঠি লিখেছেন! এতে আরও অসন্তুষ্ট হয় তৃণমূল৷ সঙ্গে সঙ্গেই নির্মলাকে পাল্টা প্রশ্ন করে তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, একজন মুখ্যমন্ত্রী তাঁকে চিঠি লিখেছেন৷
আমাদের মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী নন৷ কেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন না?” এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ আদতে নির্মলার কাছে বাংলার বকেয়া নিয়ে কোনও যৌক্তিক ব্যাখ্যাই নেই এবং বিমা-স্বাস্থ্যবিমার উপরে চাপিয়ে দেওয়া অযৌক্তিক জিএসটি ইস্যুতে তিনি প্রবল চাপের মুখে আছেন বলেই এদিন সওয়া ঘণ্টার ভাষণে একবারের জন্যও সেই বিষয়টি উল্লেখ করার সাহস হয়নি তাঁর, তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে এমনটাই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821848462880633261
abhishek banerjee