Mamata Banerjee আজ ৯ আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস। অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম থেকে এই বিশেষ দিনটিতেই শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর কর্মসূচি। লোকসভা নির্বাচনের পর এটিই মমতার প্রথম জেলা সফর। নিজের এক্স হ্যান্ডেলে আদিবাসীদের বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সমস্ত আদিবাসীদের আন্তরিক শুভেচ্ছা! বাংলায় আমরা এই দিনটিকে ‘আদিবাসী দিবস’ হিসেবে পালন করি।

এই দিনে, আমরা আমাদের সমাজ এবং পরিবেশে আদিবাসী ভাইদের অমূল্য অবদানকে সম্মান করি এবং রাজ্যজুড়ে তাদের প্রাণবন্ত ঐতিহ্য, শিল্প উদযাপন করি। আজ ঝাড়গ্রামে আদিবাসী দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত থাকব।”
পাশাপাশি, মমতা জানান, “আমাদের সরকার আদিবাসীদের ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি পৃথক বিভাগ তৈরি করেছি এবং তাদের অধিকার সমুন্নত রাখতে এবং রক্ষা করতে এবং তাদের কল্যাণে মনোযোগ দেওয়ার জন্য বেশ কয়েকটি উন্নয়ন বোর্ড গঠন করেছি। তাদের জমি রক্ষায় আমরা আইন নিশ্চিত করেছি। আমরা ভবিষ্যতেও আদিবাসী ভাই-বোনদের উন্নয়নে আমাদের কাজ চালিয়ে যাব। জয় জোহর!” উল্লেখ্য, আজ ঝাড়গ্রাম স্টেডিয়ামে ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821829930079989898
mamata banerjee