Jobমোদী-জমানায় বারবার প্রকাশ্যে এসেছে দেশের কর্মসংস্থানের বেহাল চিত্র। পড়ে রয়েছে হাজার হাজার শূন্যপদ। এর মধ্যেই প্রকাশ্যে এল নতুন তথ্য। যা ঘিরে ফের শুরু হয়েছে বিতর্কের ঝড়। মঙ্গলবার লোকসভায় কেন্দ্র স্বীকার করে নিল যে, জবকার্ড বাতিলের তালিকার শীর্ষে রয়েছে বিজেপি জোটশাসিত বিহার। তারপরেই রয়েছে দুই ‘ডবল ইঞ্জিন’ রাজ্য উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। এদিন লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ানের দাখিল করা তথ্যে দেখা গিয়েছে, গত ৬ বছরে জবকার্ড বাতিলের তালিকায় শীর্ষ স্থানগুলি দখল করে রেখেছে বিজেপিশাসিত রাজ্যগুলিই!

প্রসঙ্গত, বিগত ২০১৯-২০ আর্থিক বছর থেকে ২০২৪-২৫ এর ৩০ জুলাই পর্যন্ত উত্তরপ্রদেশে জবকার্ড বাতিল করা হয়েছে ৯১ লক্ষ ৪২ হাজার ৮৭৬টি। এই সময়কালেই আর একটি বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশে বাতিল হয়েছে ৩৭ লক্ষ ৭৪ হাজার ১৬০টি জবকার্ড। উড়িষ্যায় ৪২ লক্ষ ৮২ হাজার ৯৪৫টি, অন্ধ্রপ্রদেশে ৩৫ লক্ষ ৫৪ হাজার ১৯৩টি জবকার্ড বাতিল হয়েছে। তবে পুরো তালিকার শীর্ষে রয়েছে বিহার, যেখানে আলোচ্য সময়ে ৯৯ লক্ষ ২৬ হাজার ৬৩টি জবকার্ড বাতিল করা হয়েছে।
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পে গত ৫ বছর ৪ মাসে গোটা দেশে ৪ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৬৬১ জবকার্ড বাতিল হয়েছে। দেখা গিয়েছে, তুলনামূলকভাবে জবকার্ড বাতিলের ক্ষেত্রে বিজেপিশাসিত রাজ্যগুলির অনেক পরে রয়েছে বাংলা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821191877477155292
job