Mamata Banerjee শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী বৃহস্পতিবার দু’দিনের সফরে ঝাড়গ্রাম যাচ্ছেন তিনি। রয়েছে একগুচ্ছ কর্মসূচি। শুক্রবার রাজ্য সরকারের তরফে বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে ঝাড়গ্রামে। এই অনুষ্ঠানেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চ থেকেই সেই জেলার উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। যার মধ্যে ১২০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হবে এবং উদ্বোধন হবে ১৮০ কোটি টাকার প্রকল্পের। এর মধ্যে রয়েছে ঝাড়গ্রামের নবনির্মিত নিজস্ব জেলাশাসকের অফিস ভবন, একাধিক হেলথ সেন্টার, রাস্তা, কমিউনিটি সেন্টার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। থাকছে হেল্পসেন্টার, রাস্তা, কমিউনিটি হল, সোলার লাইট, সোলার টিউবওয়েল ইত্যাদি।
পাশাপাশি, অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী গুণীজনদের সংবর্ধনা প্রদান, আদিবাসী কৃতী ছাত্রদের সহায়তা, আদিবাসী ক্লাবগুলিকে বাদ্যযন্ত্র দেওয়া হবে। এছাড়াও দিনভর নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঝাড়গ্রাম থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের অনান্য জেলার জন্যও প্রায় ১০০০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এক একটি জেলা ধরে পরিষেবা প্রদানের পরিকল্পনা রয়েছে রাজ্যের। ঝাড়গ্রাম পুনরুদ্ধারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম জেলা সফর।
স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে রয়েছে তুমুল উৎসাহ। বিশ্ব আদিবাসী দিবসে দলনেত্রী কী বার্তা দেন, তা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। প্রাথমিকভাবে তাঁর হেলিকপ্টারে করেই ঝাড়গ্রাম যাওয়ার কথা আছে। তবে প্রাকৃতিক কারণে উড়ানের ছাড়পত্র না মিললে সড়কপথেই সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে রাখা হয়েছে তার প্রস্তুতিও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821142421134086648
mamata banerjee