International Issue বর্তমান সময়ে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম বাংলায় ১ কোটি হিন্দু শরণার্থী আসবে, সোমবার এমনই বলেছিলেন শুভেন্দু। আজ, মঙ্গলবার দিল্লীর সর্বদলীয় বৈঠকে এই মন্তব্য নিয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে অভিযোগ জানান তৃণমূলের প্রতিনিধিরা। এমনকী শুভেন্দুবাবুকে সতর্ক করার দাবিও জানান তাঁরা। সূত্রের খবর, চরম স্পর্শকাতর পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই একেবারেই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন খোদ অমিত শাহ, রাজনাথ সিংরা।
প্রসঙ্গত, সোমবার হাসিনার ইস্তফা ও ঢাকা ত্যাগের খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগে রাজ্য বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “তৈরি থাকুন। ১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে।” সর্বদলীয় বৈঠকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে অভিযোগ করেন তৃণমূলের প্রতিনিধিরা। স্পর্শকাতর পরিস্থিতিতে এই ধরণের মন্তব্য করা উচিত নয় বলে জানান তারা। দাবি তোলেন, এই পরিস্থিতিতে যাতে বিজেপি নেতারা সংযত থাকেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ব্যাপারেও যেন সংযত হন তাঁরা। এছাড়া বাংলাদেশ নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের আলোচনা করা উচিত বলে দাবি জানান তাঁরা। তৃণমূলের বক্তব্য, বাংলাদেশ পরিস্থিতির সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে পশ্চিম বাংলায়। এমনকী, সোশ্যাল মিডিয়ায় পোস্টের ওপরেও নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820813029874798698
international issue