Weather বাংলায় ফের ঘনিয়ে এল দুর্যোগের পূর্বাভাস। এবার সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই প্রবল বর্ষণ হতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, ভারী বৃষ্টি থেকে এখনই রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা উড়িষ্যা থেকে ফের বাংলায় বিস্তৃত। এই অক্ষরেখা নিম্নচাপের মধ্যে দিয়ে উত্তর-পূর্ব রাজস্থান হয়ে জামশেদপুর থেকে কাঁথির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে নিম্নচাপের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। অসমের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ বাংলায়।
আরও পড়ুন: সারা দেশের মধ্যে প্রথম! – পুজোর আগেই বাংলায় ‘এক রাজ্য এক কার্ড’ চালু করবে পরিবহণ দফতর
পাশাপাশি, মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি হালকা বৃষ্টিতে ভিজতে পারে। শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিসের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলা ছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820809574208741558
weather