Parliament ফের চড়ল প্রতিবাদের সুর। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার উপর ১৮ শতাংশ জিএসটি চাপিয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই এই কর প্রত্যাহারের দাবি তুলে অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার রাজ্যসভায় সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। আর আজ, মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভে শামিল হলেন ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা। ছিলেন রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাহুল চাড্ডা, শরদ পাওয়ার, মহুয়া মৈত্র, শতাব্দী রায়-সহ অন্যান্যরা। উল্লেখ্য, খোদ কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি অর্থমন্ত্রীকে জীবন বিমা এবং স্বাস্থ্যবিমাকে করমুক্ত করার দাবিতে চিঠি লেখেন। তাঁর বক্তব্য, জীবন এবং স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি বিমাক্ষেত্রকে সংকুচিত করছে। একই সঙ্গে সমস্যার মুখে ফেলছে প্রবীণ নাগরিকদেরও।
এরপর রাজ্যসভায় প্রসঙ্গটি তোলেন তৃণমূল সাংসদ দোলা সেনও। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বিরোধিতা করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই দাবিতে চিঠিও লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, “অসুস্থতা, দুর্ঘটনা, এবং মৃত্যুর মতো কঠিন সময়ে মানুষকে আর্থিকভাবে সাহায্য করাই জীবনবিমা এবং স্বাস্থ্য বিমার মূল উদ্দেশ্য। এই বিমাগুলি কঠিন সময়ে স্বজনহারাদের বা বিপদের মধ্যে থাকা পরিবারগুলির সহায় হয়ে দাঁড়ায়। কিন্তু এভাবে বিমার উপর জিএসটি চাপানো আমনাগরিকের উপর বোঝা বাড়াচ্ছে।” মুখ্যমন্ত্রীর মতে, কেন্দ্রের জিএসটি নীতির ফলে বহু মানুষ নতুন বিমা পলিসি নিতে চাইছেন না। যার ফলে বিপদের সময় আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে। ফলত বিমায় জিএসটি কার্যকর করার এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক অবিলম্বেই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820739512319807813
parliament