Pension দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে নরেন্দ্র মোদী ঘনঘন গালভরা প্রতিশ্রুতি দিলেও তার সিংহভাগই বাস্তবায়নের মুখ দেখেনি এখনও। এদের মধ্যে অন্যতম হল পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি। দেশের প্রবীণদের আশা ছিল, লোকসভা ভোটের আগে হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। কিন্তু সে গুড়ে বালি! মেলেনি সুরাহা। কাজেই এবার আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন প্রবীণরা।

এবার সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে পথে নামবেন তাঁরা। ইপিএস-৯৫ পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি ইতিমধ্যে দিল্লীতে অবস্থান বিক্ষোভ করেছে। “আমরা দিল্লীতে ১১জন সাংসদের সঙ্গে দেখা করি এবং আমাদের দাবিগুলি জানাই। তাঁরা এই বাজেট অধিবেশনেই আমাদের কথা তুলবেন বলে জানিয়েছেন”, জানিয়েছেন সংগঠনের রাজ্য শাখার সভাপতি তপন দত্ত।
আরও পড়ুন: ‘সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি’ – ওপার বাংলার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, দিলেন বার্তা
পাশাপাশি, তপনবাবু জানান, “৩১ জুলাই কেন্দ্রীয় পিএফ কমিশনারের সঙ্গেও আমাদের বৈঠক হয়। সেখানে তিনি আমাদের স্বপক্ষে যাবতীয় তথ্য এবং বিকল্প পথের সন্ধান দিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর উদ্দেশে চিঠি দিতে বলেছেন। আশা করি সুফল মিলবে। তবে একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকারের কাছে আর আমাদের দাবি নিয়ে ভিক্ষা চাওয়া হবে না। কারণ, স্বয়ং প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ৭৮ লক্ষ পেনশনভোগীর পরিবার মানে কয়েক কোটি ভোট। সেই লোকবল আমরা এবার কাজে লাগাব।” অর্থাৎ, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হয়েও যে এবার তারা সরাসরি বিজেপি বিরোধী প্রচারে নামবে, তা স্পষ্ট করে দিয়েছে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1820450564783657035
pension