Central Vista ২০২৩-এ হাজার কোটি টাকারও বেশি ব্যয় করে রাজধানীতে নতুন সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’ তৈরি করেছিল মোদী সরকার। এখনও বছর ঘোরেনি। আর দিল্লীর ভরা বর্ষা আসতেই ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বিড়াল! সম্প্রতি ভাইরাল একটি ভিডিওয় কোটি টাকার সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়তে দেখা গিয়েছিল। সেই জল ধরে রাখতে সংসদের লবিতে রাখা ছিল বালতিও! এবার ফের জলমগ্ন সংসদ ভবনের ভিডিও ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে নবনির্মিত সংসদ ভবনের মান। ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে পুরনো সংসদ ভবন ফেরানোর দাবি জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
অনেকেই প্রশ্ন তুলেছেন, ২০ থেকে ২২ হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করার কী প্রয়োজন ছিল? এই টাকাটা দেশের মানুষের উন্নয়নে, গরিব মানুষের উন্নয়নে, কৃষক-শ্রমিকের উন্নয়নে, পরিযায়ীদের উন্নয়নে কেন ব্যবহার করল না মোদী সরকার? উত্তর অজানা। উল্লেখ্য, এর আগে কোটি কোটি খরচে তৈরি রামমন্দিরের গর্ভগৃহ থেকে জল চুঁইয়ে পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। গত বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও সামনে আসে। আজ আবার সংসদের ভিতরের জল থই থই পরিস্থিতির ভিডিও প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক। স্বাভাবিকভাবেই প্রবল অস্বস্তিতে মোদী সরকার তথা বিজেপি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1819718453730640370
central vista