মাত্র ৫ ঘণ্টার মধ্যেই মিলল সুরাহা। সোমবার বিধানসভায় আমতার বিধায়ক সুকান্ত পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে হাওড়ার দীপাঞ্চল হিসেবে পরিচিত আমতার ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নতির আবেদেন জানান। আর সেদিন রাতেই ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের জন্য ৩১ লক্ষ ৮৫ হাজার ৬৯৮ টাকা বরাদ্দ করে জেলা স্বাস্থ্য দফতরে লিখিতভাবে জানিয়ে দেয় রাজ্য স্বাস্থ্য দফতর। উল্লেখ্য, ভাটোরা স্বাস্থ্যকেন্দ্রের ওপর দ্বীপাঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ নির্ভরশীল। ২০২১ সালের পর থেকে এই হাসপাতালে দু’জন চিকিৎসক রয়েছেন। রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। রোজই বর্হিবিভাগ চালু থাকে। এই হাসপাতালে ১০ শয্যার অন্তর্বিভাগ চালু করার জন্য উদ্যোগ শুরু হয়। তা খতিয়ে দেখে মাস দুয়েক আগে একটি রিপোর্ট তৈরি করে জেলা স্বাস্থ্য দফতর।
এরপর, সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি তাঁর নজরে আনেন এলাকার বিধায়ক সুকান্ত পাল। উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হওয়ার খুশি তিনি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। “এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতার আরও একবার পরিচয় পেলেন আমতার দ্বীপাঞ্চলবাসী। তাঁর নজরে আনার কয়েক ঘণ্টার মধ্যেই অর্থ অনুমোদন করল স্বাস্থ্য দফতর। আমরা মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এই টাকায় হাসপাতালের আমূল সংস্কার ও পরিকাঠামোর আরও উন্নতি ঘটানো হবে। দ্রুত কাজ শুরু হবে। সেইসঙ্গে এই হাসপাতালটিকে ১০ শয্যায় উন্নতি করার কাজও হবে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য দফতরে পাঠানো হচ্ছে”, জানিয়েছেন সুকান্তবাবু।