Bengals রাজ্যে খানিক জমি পাওয়ার পর থেকেই ছলে-বলে-কৌশলে বিভিন্ন সময় বঙ্গভঙ্গের জিগির তুলেছেন বিজেপি নেতারা। যা নিয়ে বিস্তর বিতর্কের সূত্রপাত হয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি দেবার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন তিনি। এরপর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদ-সহ ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের ডাক দিয়েছেন। ইতিমধ্যেই প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল। সোমবার বিধানসভায় এ নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলা ভাগ নিয়ে নিন্দাপ্রস্তাব আনতে চলেছে তৃণমূল পরিষদীয় দল। আগামী সোমবার তা নিয়ে আলোচনা হবে। থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও।
আরও পড়ুন:সংসদে খাঁচাবন্দি করা হচ্ছে সাংবাদিকদের! – মোদী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হলেন বিরোধীরা
প্রসঙ্গত, গত সোমবারই বিধানসভায় এই ইস্যুতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কার্যত চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, ”যারা এসব দাবি তুলবে, তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক। কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে! শুধু আদিবাসী, গোর্খা, রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কী করেছে, সেটা আগে দেখান। বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যাঁরা আলোচনা করছেন, তাঁরা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক। গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায়, দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল।” মঙ্গলবার মমতার সুরেই কথা বললেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ”বিজেপির একাধিক নেতা বলছেন বাংলা ভাগ চাই। একাধিক নেতা বলছেন, ভাগ নয়। যদি সত্যিই ভাগের বিরোধিতা করেন, তাহলে বিজেপি বিধায়করা আসুন সদনে। প্রস্তাবের বিরোধিতা করে আলোচনায় আসুন। আপনারা অনাস্থা আনতেই পারেন। কিন্তু তার একাধিক নিয়ম আছে”, স্পষ্ট জানিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1818268152716730835
bengals