সম্প্রতি প্রকাশ্যে এসেছে নিট কেলেঙ্কারির ভয়াবহ চিত্র। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। যার ফলে চাপ বাড়ছে মোদী সরকারের ওপর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই অবস্থায় এনটিএ ডিজি সুবোধ কুমার সিং-কে আগেই সরিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু চেয়ারম্যান প্রদীপকুমার যোশীকে কেন এখনও তাঁর পদে বহাল রাখা হয়েছে সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। প্রদীপকেও সরাতে হবে বলে দাবি তুলেছে হাত শিবির।
প্রসঙ্গত, এনটিএ চেয়ারম্যান পদে আসার আগে ইউপিএসসি চেয়ারম্যান পদে ছিলেন প্রদীপকুমার যোশী। মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ে বিজেপি সরকারের সময়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন। কংগ্রেসের অভিযোগ, এই ব্যক্তি আদতে আরএসএস ঘনিষ্ঠ। এত বড় পদে থাকার কোনও যোগ্যতাই নেই তাঁর। কিন্তু আরএসএস যোগ থাকার জন্যই প্রদীপের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না মোদী সরকার।
এদিকে, এনটিএ-র ডিজিকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলাকে। হাত শিবিরের দাবি, গদি বাঁচাতেই সুবোধ কুমারকে সরাতে বাধ্য হয়েছে কেন্দ্র। কিন্তু স্রেফ আরএসএস-এর নাম প্রদীপ কুমার যোশীর সঙ্গে জুড়ে থাকার কারণে সরকারের কোনও তাপ-উত্তাপ নেই। কংগ্রেসের দাবি, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রদীপ যোশীর বড় ভূমিকা থাকতে পারে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু তা তো করা হচ্ছেই না, উল্টে প্রদীপ দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যদের নিয়োগের জন্য ইন্টারভিউ নিয়েই যাচ্ছেন।