নন্দীগ্রামের সমবায় ভোটে মুখ পুড়েছে তৃণমূলের। সেখানে সমবায়ের দখল নিয়েছে বিজেপি। কিন্তু সিঙ্গুরের সমবায় এবার গেল তৃণমূলের দখলে। বামেরা রাজ্য থেকে চলে গেলেও এই সমবায়তে থেকে গিয়েছিলেন বামেরা। কিন্তু সেখান থেকেও এবার বিদায় নিল বামেরা। অন্তত এই একটি জায়গায় বামেরা তাদের নিভতে বসা প্রদীপটা জ্বালিয়ে রেখেছিল। সেটাও গেল এবার। এবার সিঙ্গুরের সেই সমবায় সমিতির দখল নিল তৃণমূল।
এবার গোটা রাজ্য জুড়ে লোকসভা ভোটে ভালো ফল করেছে তৃণমূল। তবে রবিবার নন্দীগ্রামের একটি সমবায় ভোটে হেরে গিয়েছে তৃণমূল। কিন্তু মান রক্ষা হল সিঙ্গুরে। দীর্ঘদিন ধরে যে সমবায় ছিল বামেদের দখলে সেই সমবায় এবার চলে গেল ঘাসফুলের হাতে। গত ৩৫ বছর ধরে এই বোর্ড ছিল বামেদের দখলে। সেটাই এবার চলে গেল তৃণমূলের কাছে।
সিঙ্গুর বিধানসভার নসীবপুর এলাকায় গোবিন্দপুর সমবায় সমিতি ভোট ছিল। সেখানে কার্যত সবুজ সুনামি। সেই সুনামিতে কোথায় যে ভেসে গেলেন বামেরা। ফল বের হতে দেখা গেল ৪৫-০ আসনে জয়ী তৃণমূল। বিজেপি সমর্থিত ১২জন প্রতিনিধি লড়াই করেছেন। কিন্তু দাগ কাটতে পারেননি।