গত ১৮ জুন বিহারের আরারিয়াতে উদ্বোধনের আগেই বকরা নদীর ওপর একটি নবনির্মিত সেতু ভেঙে পড়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের এনডিএ শাসিত এই রাজ্যে ভেঙে পড়ল আরেকটি সেতু। শনিবার সকালে সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার সময় তীব্র শব্দ হয়। যা পাশের দ্বারভাঙা জেলার রামগড় থেকেও শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগেই বাংলার প্রতিবেশী এই রাজ্যে একটি নবনির্মিত সেতু ভেঙে পড়েছিল। এক সপ্তাহ কাটার আগেই আরও একটি সেতু ভেঙে পড়ায় নির্মাণকাজ ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিনের সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি। সেতু ভেঙে পড়ার মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজারের সঙ্গে দ্বারভাঙার রামগড় পঞ্চায়েতের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতু। হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন। এই সেতু ভেঙে পড়ায় এখন গন্ডক খালের দুই পারের বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হবে। সেতু রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, সেতুটি অনেক পুরনো। প্রায় ৪০ বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু, ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি। এমনকি, খাল সংস্কারের সময় ঠিকমতো পদক্ষেপ না করায় সেতুর পিলারের চারদিকে মাটি সরে যায়। স্থানীয়দের দাবি, সেতু ভেঙে পড়ার এটি অন্যতম কারণ।