লোকসভা ভোটের পর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক বিষয়ে অতি সক্রিয় হয়ে উঠেছেন তা আপাত দর্শনেই পরিষ্কার। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নবান্নে।
কলকাতা সহ সমস্ত পুরনিগমের মেয়র, কমিশনার এবং সব দফতরের সচিব ও বিভাগীয় প্রধানদের ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে শীর্ষ পুলিশ কর্তাদেরও ওই বৈঠকে ডাকা হয়েছে।
এখন কৌতূহলের বিষয় হল, কেন এই জরুরি বৈঠক?
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ এই প্রতিবেদন লেখার সময়েও নবান্নের অনেক কর্তাই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে অনেকে ধারণা করতে পারছেন যে কী ঘটতে চলেছে। তাঁদের মতে, সব পুরসভাকেগুলি এবার বড় ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের ফলাফলেই পরিষ্কার যে গ্রামে ভাল ফল করেছে শাসক দল। কিন্তু অধিকাংশ পুরসভা এলাকায় পিছিয়ে রয়েছে।
খাস কলকাতায় বহু ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ শহরাঞ্চলে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করেছে বলেছে মনে করা হচ্ছে।
নবান্নের কর্তাদের মতে, এর কারণ হল ডেলিভারি মেকানিজমে গলদ। পরিষেবা ঠিক মতো না দেওয়া ও সাধারণ মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা। তা ছাড়া এক শ্রেণির পুর অফিসারদের সঙ্গে পুলিশের একাংশের যোগাসাজসে দুর্নীতির অভিযোগও রয়েছে। সম্ভবত সেই সব কারণ মিলিয়ে পুর এলাকায় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়ে থাকতে পারে।