এবার হাওড়ার গ্রামীণ এলাকার বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। দ্রুতগতিতে চলছে কাজ। ড্রোন উড়িয়ে সমীক্ষা করা হচ্ছে। হাওড়ার শ্যামপুর-সহ বিভিন্ন ব্লকে সমীক্ষার চলছে। অন্যান্য জায়গাতেও ড্রোনের মাধ্যমে সমীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। বছরখানেক ধরে ড্রোনের মাধ্যমে সমীক্ষা চলছে। উলুবেড়িয়া, সাঁকরাইলের মতো বড় জলপ্রকল্পগুলির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কাজে ড্রোনের মাধ্যমেই করা হয়েছে সমীক্ষা।
প্রসঙ্গত, জনস্বাস্থ্য কারিগরি দফতর এ যাবৎ স্যাটেলাইট চিত্র থেকে পাইপলাইন পাতার জন্য এলাকার জনঘনত্ব বা রাস্তা সম্পর্কে তথ্য সংগ্রহ করত। অন্যভাবেও তথ্য সংগ্রহ করা হত। কিছু সমস্যা থেকেই যেত। ম্যাপিংয়ের সমস্যা হত। এবার ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ এলাকার সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। জল সরবরাহের যথাযথ পরিকল্পনাও করা হচ্ছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় বলেন, এলাকায় পানীয় জলের সমস্যা দূর করাই মূল লক্ষ্য রাজ্য সরকারের।
