বাঙালির বারো মাসে তেরো পার্বণের শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজোকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলেই বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের মর্যাদা পেয়েছে। এবার পুজোর আগে কলকাতায় আন্তর্জাতিক ‘শপিং ফেস্টিভ্যাল’ আয়োজনের উদ্যোগ নিলেন তিনি।
জানা গিয়েছে, দুবাইয়ে যেভাবে এই ফেস্টিভ্যাল হয় ঠিক সেই ধাঁচেই হবে। ২০-২৬ সেপ্টেম্বর, সাতদিন ধরে কলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই ফেস্টিভ্যালের আসর বসবে। উৎসবের শহরের রোশনাই বাড়িয়ে দেবে এই বাণিজ্যিক উৎসব। দেশ-বিদেশের বহু নামী-দামী সংস্থা উৎসবে অংশ নেবে। পরে এই বাণিজ্য উৎসব ছড়িয়ে দেওয়া হবে সমস্ত জেলায়। মূলত ব্যবসায় রাজ্যজুড়ে জোয়ার আনতে এই উদ্যোগ নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা শিল্প বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী শপিং ফেস্টিভ্যালের বিষয়টি প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রকে দেখতে বলেন। সে বিষয়ে দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে কথাবার্তা এগিয়েছে বলে সূত্রের খবর। সেখানকার এক প্রতিনিধিদল শীঘ্রই এ রাজ্যে আসবে। জানা গিয়েছে, শপিং ফেস্টিভ্যালে ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাও থাকছে, যেখানে রাজ্যের হস্তশিল্প, টেক্সটাইল, খাবার-সহ রাজ্যের বিভিন্ন আকর্ষণকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। তুলে ধরা হবে জিআই ট্যাগ পাওয়া দ্রব্যসামগ্রী, শিল্পের পরিবেশের সমর্থনে তথ্য। শিল্পের জন্য রাজ্য সরকার কী কী সুবিধা দিচ্ছে তাও তুলে ধরা হবে।
মমতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজ্যের বণিকমহল। রাজ্যের বিশিষ্ট শিল্পপতিরা এক সুরে বলেন, মুখ্যমন্ত্রীর এই নতুন নতুন ভাবনার জন্যই বাংলায় শিল্পায়নের পরিবেশ সুন্দর হয়েছে। এখানে ব্যবসার বড় সুযোগ দেখা দিয়েছে। এই ধরনের ফেস্টিভ্যাল হলে কলকাতা সম্পর্কে বিদেশি উদ্যোগপতিদের আগ্রহ অনেকটাই বাড়বে। তাছাড়া সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ থাকায় এই ফেস্টিভ্যালে বড় অঙ্কের ব্যবসা হবে বলেও মনে করা হচ্ছে। যা পুজোর আগে আখেরে রাজ্যের আর্থিক মেরুদণ্ডকে শক্তিশালী করবে।