চণ্ডীগড় বিমানবন্দরে মান্ডির নব-নির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মেরে গোটা দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন সিআইএসএফ-এর মহিলা জওয়ান কুলবিন্দর কৌর। ঘটনার জেরে ইতিমধ্যেই তাঁকে আটক করা হয়েছে এবং সিআইএসএফ-এর তরফে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবার মেয়ের এমন কাণ্ডে মুখ খুললেন কুলবিন্দরের মা বীর কৌর। যিনি পাঞ্জাবে হওয়া কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমার মেয়ে যেটা করেছে ঠিক করেছে।’
তবে শুধু মা বীর কৌরই নন, এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত কুলবিন্দর সিং-এর দাদা শের সিং মাহিভালও। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সংবাদমাধ্যমের সাহায্যেই চণ্ডীগড় বিমানবন্দরের ওই ঘটনার কথা জানতে পেরেছি। বুঝেছি যে কঙ্গনার মোবাইল এবং পার্স চেক করার সময় এই ঘটনাটি ঘটেছে। তর্কবিতর্কের পরে আমার বোন আবেগপ্রবণ হয়ে পড়েছিল, যে কারণে ঘটনাটা ঘটেছে। সেনা এবং কৃষক, দুই পক্ষই তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই বিষয়ে আমি আমার বোনকে পূর্ণ সমর্থন করছি।’