উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। আর এর জেরেই কার্যত একক সংখ্যাগরিষ্ঠতা থেক ২০২৪ সালে ৩২ ধাপ দূরে থেকেছে পদ্ম শিবির। গতবারও উত্তরপ্রদেশ থেকে এনডিএ ৬২টি আসনে জয়ী হয়েছিল। এবার অবশ্য এই রাজ্যের সিংহভাগ আসন ঝুলিতে ভরেছে সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট। এই দুই দল মিলিয়ে ৪৩টি আসন পেয়েছে উত্তরপ্রদেশে। বিজেপি সেখানে পেয়েছে মাত্র ৩৩টি আসন।
উত্তরপ্রদেশে সাইকেলের চাপে পদ্ম শিবিরের বেশ কয়েকজন হেভিওয়েট হেরেছেন এবারের ভোটে। সমাজবাদী পার্টির সমর্থনে আমেঠি আসন পুনর্দখল করেছে কংগ্রেস। সেখানে সোনিয়া গান্ধী আপ্তসহায়ক কিশোরী লাল হারিয়ে দিয়েছেন স্মৃতি ইরানিকে। গতবার এই আসন থেকেই রাহুল গান্ধীকে হারিয়েছিলেন স্মৃতি। তবে এবার মোদী ২.০-র মন্ত্রী হেরেছেন ১.৬ লাখ ভোটে।
এদিকে শুধু স্মৃতি নন, এবার উত্তরপ্রদেশ থেকে হেরেছেন মোদী ২.০-র আরও ৬ জন মন্ত্রী। তাঁদের মধ্যে অন্যতম হলেন অজয় মিশ্র টেনি। অমিত শাহের ডেপুটিকে নিয়ে এর আগেও বিতর্ক কম হয়নি। লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় অভিযুক্ত তাঁর ছেলে। যোগীর পুলিশই অজয়ের ছেলেকে গ্রেফতার করেছিল। তাও বিজেপি এবার অজয়কে টিকিট দিয়েছিল। তবে তিনি এবার হেরেছেন ৩৩ হাজার ভোটে।