ভোটের ময়দানেও প্রতিপক্ষকে ‘ক্লিন বোল্ড’ করলেন কীর্তি আজাদ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে প্রায় লক্ষাধিক ভোটে তিনি পরাজিত করলেন তৃণমূল প্রার্থী। উল্লেখ্য, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৯ সালে তাঁকেই ১৮টি আসন জয়ের কারিগর হিসাবে গণ্য করা হয়েছিল। পরে নানা কারণে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এবার আবার মেদিনীপুর আসন থেকে সরিয়ে তাঁকে দাঁড় করানো হয়েছিল দিলীপ ঘোষকে। কার্যত কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছিল তাঁকে। তবে অত সহজে হাল ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে লড়াই চালিয়ে যান। কিন্তু শেষ হাসি হাসলেন কীর্তিই।
এদিন প্রথম দিকে পোস্টাল ব্যালটে কিছুটা হলেও এগিয়ে ছিলেন দিলীপ ঘোষ। এ নিয়ে বেশ খুশি খুশি ছিলেন দিলীপ নিজেও। এমনকী ভোটের মাঝপথেও আত্মবিশ্বাস মনোভাবটা অন্তত সংবাদমাধ্যমের সামনে দেখাচ্ছিলেন তিনি। কিন্তু বেলা গড়াতেই বদলে যায় ছবি। দিলীপকে টপকে এগিয়ে যেতে শুরু করেন কীর্তি। শেষমেশ জয়ীও হন। দিলীপ ঘোষের এই পরাজয়কে ঘিরে দলের অন্দরে জোর শোরগোল পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে বিজেপির।