হুগলি লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায়ই। এক্সিট পোল জানিয়েছিল, তৃণমূল প্রার্থী রচনা হারিয়ে জিতবেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তবে ৪ঠা জুন ফলপ্রকাশের দিন বেলা বাড়তেই ধরা পড়ল অন্য চিত্র। ভোটগণনায় ক্রমাগত একের পর এক দফায় পদ্মপ্রার্থীর থেকে এগিয়ে যান তিনি। শেষমেশ ‘দিদি নম্বর ওয়ান’কেই বেছে নিলেন হুগলির বাসিন্দারা।
উল্লেখ্য, বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় গত ভোটে জেতার পর থেকেই তাঁকে আর তাঁর সংসদীয় কেন্দ্রে তেমনভাবে দেখা যায়নি বলে একটা ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মধ্যে। এমনকী পঞ্চায়েত ভোটের প্রচারে এসে ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল লকেটকে। তাঁর নামে নিখোঁজ পোস্টারও পড়ে বহু জায়গায়। এছাড়াও বিজেপির আরও বড় মাথা ব্যাথার কারণ আভ্যন্তরীণ কোন্দল। হুগলি লোকসভা কেন্দ্রে লকেট নিজের নাম নিজেই ঘোষণার পরেই দলের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাই এবার রচনা বন্দোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী ঘোষণা করার পর থেকেই কিছুটা হলেও হুগলিতে পদ্মপ্রার্থী লকেট চট্টোপাধ্যায় ব্যাকফুটে ছিলেন। তবে প্রচারের ময়দানে এককালের সিনে ইন্ডাস্ট্রির সতীর্থ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রচনাকে ঝাঁঝালো কথায় বিঁধতে ছাড়েননি লকেট। কিন্তু বাজিমাত করলেন রচনাই।