রাজ্য়ের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মন্ড হারবার। সেখানে এবার হ্যাটট্রিক করার পথে আক্ষরিক অর্থেই ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ভোটের ইতিহাসে রেকর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এখনও অবধি ৬ লক্ষ ৭ হাজার ৮৫৫ ভোটে এগিয়ে অভিষেক। ২০০৪ সালে আরামবাগ কেন্দ্র থেকে বাম নেতা অনিল বসু লড়েছিলেন। তিনি জিতেছিলেন ৫ লক্ষ ৯২ হাজার ভোটের মার্জিনে। তবে অভিষেক সেসব ভাঙার পথেই ছুটছেন বলে মত রাজনৈতিক মহলের।
ডায়মন্ড হারবার লোকসভা নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী অভিষেক। বিজেপি অভিজিৎ দাস ববিকে প্রার্থী করার পরই অভিষেককে বলতে শোনা গিয়েছিল, “ভোট মানুষ দেবেন। ইডি সিবিআই তো ভোট দেবে না। আমি তো বলেছিলাম এত রাগ যখন আমার বিরুদ্ধে, তাহলে ইডি সিবিআইয়ের ডিরেক্টরকে ডায়মন্ড হারবার থেকে দাঁড় করান।”
বলেছিলেন, “যে ডায়মন্ড হারবার নিয়ে পাঁচ বছর ধরে কটাক্ষ করেছিল, প্রার্থী খুঁজতে দেড় মাস সময় লেগেছে।” বলেছিলেন, ডায়মন্ড হারবারের মানুষ এখানকার দায়িত্ব নিন। বাকি ৪১টার দায়িত্ব আমার।” এই মুহূর্তে যে ট্রেন্ড তাতে ৩১টিতে তৃণমূল এগিয়ে। বিজেপি ১০টিতে। ট্রেন্ড লাগাতার বদলাচ্ছে। তবে অভিষেক এগোচ্ছেন ঝড়ের গতিতে।