লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা আজ। গণনা চলছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে কে কত ভোটে জয়ী হলেন, কাকে হারিয়ে কে জয়ী হলেন, তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই ডায়মন্ড হারবার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের প্রার্থী। তৃণমূলের হয়ে ডায়মন্ড হারবার থেকে লড়ছেন অভিষেক। ডায়মন্ড হারবার আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোট গণনার ট্রেন্ড –
তৃণমূল- অভিষেক বন্দ্যোপাধ্য়ায়- প্রথম রাউন্ডের পর এগিয়ে ৮৭০৭ ভোটে
বিজেপি- অভিজিৎ দাস- পিছিয়ে
সিপিআইএম- প্রতীকূর রহমান- পিছিয়ে
আইএসএফ- মজনু লস্কর- পিছিয়ে
সাত দফা ভোটের একদম শেষ দফায় ভোট হয় ডায়মন্ড হারবারে। ভোট হয় ১ জুন তারিখে। মোট ভোটকেন্দ্র ১,৯৬১। মহিলা পরিচালিত বুথ ৪১৬। মডেল বুথ ২। থিম বুথ ছিল না। ওয়েব কাস্টিং ছিল ১০০ শতাংশ বুথেই। মোট ভোটকর্মী ছিলেন ৯৩০৯ জন। ভোট পড়েছে ৮১.০৪ শতাংশ।