আজ বহু প্রতীক্ষিত সেই মঙ্গলবার। ইতিমধ্যেই দেশের প্রতিটি প্রান্তে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের ভোটগণনা। যা নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দে পারদ চড়তে শুরু করেছে। সকাল সাড়ে দশটার ট্রেন্ড অনুযায়ী, গুজরাতে হচ্ছে না ক্লিন সুইপ।
২৩টি আসনে এগিয়ে বিজেপি, দুটিতে কংগ্রেস, একটি এগিয়ে অন্যান্য। খেদা, বনসকান্থা ও পাটান আসনে পিছিয়ে বিজেপি। মহারাষ্ট্রে ৪৮ আসনের মধ্যে সকাল সাড়ে দশটায় ২৩টি আসনে ইন্ডিয়া, ২২টি আসনে এনডিএ ও তিনটি আসনে অন্যান্যরা এগিয়ে। অন্যদিকেক্স কর্ণাটকে এবার ২৮টি আসনের মত ২০টিতে এগিয়ে এনডিএ। যদিও হাসানে আপাতত পিছিয়ে যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানো প্রজ্জ্বল রেভান্না। এই রাজ্যে সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের ওপর ভরসা কংগ্রেসের, খেলা বদল করার। গতবার ২১টি আসনে লড়ে মাত্র একটি আসন পেয়েছিল তারা। সঙ্গী জেডিএস পেয়েছিল একটি। এবার জেডিএস বিজেপির সঙ্গে। কিন্তু কংগ্রেসের আসন বাড়বে বলছে এক্সিট পোল।