বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেভাবেই এগিয়েছে রাজ্য সরকারের কর্মসূচি। এবার বাংলার বিভিন্ন সরকারি হাসপাতালের রোগীদের ডায়ালিসিস পরিষেবার খরচ মেটাতে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য স্বাস্থ্যদফতর।
উল্লেখ্য, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ বা পিপিপি মডেলে রাজ্যের বিভিন্ন জায়গায় ডায়ালিসিস চলে। সেই জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ১৫টি মেডিক্যাল কলেজ, ১৬টি জেলা, মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল, সবমিলিয়ে ৩১টি জায়গার ডায়ালিসিস পরিষেবা চালু রাখতে এই অর্থ বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।