আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল। আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই শুরু হবে ভোটগণনা। আর গণনার দিন বিকেল থেকে বুধবার সকালের মধ্যে শরিক দলের নেতাদের দিল্লীতে তলব করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে সম্ভবত বসতে চলেছেন মোদী। বিরোধীদের পাল্টা যুক্তি, অতীতে বহুবার নীরবে পরিবর্তন ঘটেছে। যা সবাই ভাবছে, ভোটের ফল হয়েছে তার ঠিক বিপরীত।
এমতাবস্থায় দিল্লীতে ইন্ডিয়া জোটের নেতাদের তলব করলেন খাড়গে। এর আগে, সপ্তম দফার ভোটের দিনে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল দিল্লীতে (১লা জুন)। সেই বৈঠকে অবশ্য ছিল না তৃণমূল। বৈঠকে খাড়গে দাবি করেন, জোটের নেতাদের সঙ্গে কথা বলে যে তথ্য উঠে আসছে তাতে ২৯৫টি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট। “আমরা জোটবদ্ধ আছি। আপনারা বিভাজনের চেষ্টা করবেন না”, বার্তা দেন বর্ষীয়ান রাজনীতিবিদ।