দেশের প্রথমসারির সব সংস্থাই তাদের বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ু ও কেরলে বিজেপি খাতা খুলবে বলে দাবি করেছে। কেরলের জনপ্রিয় এবং সর্বাধিক প্রচারিত মালওয়ালি দৈনিক মালয়ালম মনোরমা সংবাদ গোষ্ঠী রবিবার তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করে জানিয়েছে, এবারও কেরলে বাম-কংগ্রেস রুখে দিয়েছে বিজেপিকে। পদ্ম শিবির সেখানে খাতা খুলতে পারছে না। কেরলের আরও কয়েকটি স্থানীয় মিডিয়াও একই পূর্বাভাস দিয়েছে।
মনোরমার বুথ ফেরত সমীক্ষার ফল বলছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওয়ানাডে এবারও জিতবেন। তবে তাঁর ভোটের মার্জিন প্রায় তেরো শতাংশ কমে যাবে। সমীক্ষায় বলা হয়েছে রাহুলের প্রধান প্রতিপক্ষ সিপিআইয়ের অ্যানি রাজা বিপুল ভোট টেনেছেন। অর্থাৎ কংগ্রেসের ভোট গিয়েছে বাম শিবিরে, বিজেপিতে যায়নি। অ্যানি সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী।
রাহুল এবার উত্তরপ্রদেশের রায়বেরলি কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানেও তিনি জিতবেন বলেই সব মহলের ধারণা। ফল প্রকাশের পর ওয়ানাড নাকি, রায়বেরলি, কোনটা দখলে রাখবেন তা নিয়ে জল্পনা আছে দুই কেন্দ্রেই। কংগ্রেসের একটি মহলের মতে, যেখানে প্রাপ্ত ভোট বেশি হবে, সেই আসন ধরে রাখবেন বলে মনে করা হচ্ছে। যদিও অনেকেই মনে করছেন গান্ধী পরিবারের কথা বিবেচনায় রেখে রায়বেরলির এমপি হিসাবেই লোকসভায় পা রাখবেন রাহুল।