সুকান্ত মজুমদারের মুখে এবার যোগীর সুর। এনকাউন্টারের হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপি কর্মীদের ধমকানো চমকানো শুরু হয়েছে। আপনাদের বলতে চাই ক্ষমতায় আসছে বিজেপি। আর বিজেপিতে আসার চেষ্টা করবেন অনেকে। কিন্তু তা করেও রেহাই পাবেন না। প্রয়োজনে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে। প্রয়োজনে এনকাউন্টার হবে।
ঠিক কী বলেছেন সুকান্ত মজুমদার? রাজ্য বিজেপি সভাপতি বলেন, ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গিয়েছে। নদিয়াতে শুরু হয়েছে। দক্ষিণ কলকাতা অর্থাত্ কলকাতার প্রাণকেন্দ্রে আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানো, চমকানো শুরু হয়ে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। আমি কিন্তু স্পষ্ট এইসব গুন্ডা মস্তানদের বলে দিতে চাই বিজেপি ক্ষমতায় আসছে। আর বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনও নেতাকে ধরে দলে আসলেও রেহাই নেই। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে।
উল্লেখ্য, শেষ দফার ভোট মিটতে না মিটতেই নদিয়ায় খুন হলেন এক বিজেপিকর্মী। মৃত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ। অভিযোগ, দুষ্কৃতীরা পরপর দুটি গুলি করে তাঁকে খুন করার পরে নৃশংসভাবে হাফিজুলের মাথা কেটে নিয়ে চলে যায়। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ঠিক আগে হাফিজুলের নেতৃত্বে এলাকার সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের আবহে ওই এলাকায় বিজেপি বেশ ভালো ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল বলেই মত প্রত্যক্ষদর্শীদের। আর তার পরিণাম হিসেবেই হাফিজুলকে খুন করা হয়েছে বলে দাবি বিজেপির।