শনিবার দুপুরে রাজকোটের গেমিং জোনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আগুনে ঝলসে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার গুজরাত হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়ল রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং গুজরাত সরকার। রাজ্যের বিজেপি সরকারের ওপর আর ভরসা রাখা যাচ্ছে না বলে সোমবার দাবি করেছে বিচারপতি বীরেন বৈষ্ণব এবং বিচারপতি দেবান দেশাইয়ের স্পেশ্যাল বেঞ্চ।
রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, রাজকোটে টিআরপি গেমিং জোন তৈরির সময়ে প্রয়োজনীয় কোনও অনুমতি নেওয়া হয়নি। এমনকী তাদের বিল্ডিং প্ল্যানিংয়েরও অনুমোদন ছিল না। রাজ্যের আইনজীবী এর সঙ্গে যোগ করেন, আমেদাবাদেও এ রকম আরও দু’টি গেমিং জ়োন রয়েছে, যেগুলোর কোনও অনুমতি নেই! তাতে বিচারপতিরা তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যের যে এতগুলো তরতাজা প্রাণ চলে যাওয়ার পরে আপনাদের টনক নড়েছে।’
তার পরেই ক্ষুব্ধ দুই বিচারপতির প্রশ্ন, ‘আপনারা কি দেখতে পান না? ঘুমোচ্ছিলেন এত দিন? আর তো প্রশাসনের উপরে ভরসা রাখার কোনও যুক্তিই নেই।’ উল্লেখ্য, ২০২১ সালে তৈরি হয়েছিল রাজকোটের এই গেমিং জোন। ২০২৪-এর ২৫ মে তা আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই সময়ের মধ্যে যাঁরা রাজকোটের মিউনিসিপ্যাল কমিশনার ছিলেন, তাঁদের সকলকে এই ট্র্যাজে়ডির জন্য দায়ী করা উচিত বলে মন্তব্য করে আদালত। এই সময়কালের মধ্যে দায়িত্বে থাকা সব মিউনিসিপ্যাল কমিশনারকে আলাদা ভাবে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে কোর্ট।