সংবাদপত্র এবং টিভি মাধ্যমে বিজেপির দেওয়া বিজ্ঞাপনকে মান্যতা দেয়নি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। তৃণমূল বিরোধী ওই বিজ্ঞাপনকে ‘অপমানজনক’ বলেছে আদালত। বিজ্ঞাপন আর দেওয়া যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশও দিয়েছে। এবার তৃণমূলের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করল বিজেপি। যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিজেপিকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছে শাসক দল।
কয়েকটি সংবাদপত্র এবং টিভি মাধ্যমে দুটি বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি। একটিতে দাবি করা হয়েছিল তৃণমূল মানেই দুর্নীতি এবং অপরটিতে বলা হয়েছিল তারা হিন্দুদের বিরোধী। সেই বিজ্ঞাপন নিয়েই বিতর্ক হয়েছে। এবার সোশ্যাল মিডিয়া পোস্টেও একই দাবি করেছে বিজেপি। এরই বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে। একই সঙ্গে এই অভিযোগের করে নোটিসে পার্টি করা হয়েছে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিককেও।
বিজেপির এই পোস্ট নিয়ে কমিশনের কাছে কড়া পদক্ষেপের আবেদন করেছে তৃণমূল। কিন্তু কী রয়েছে সেই পোস্টে? বঙ্গ বিজেপি তাঁদের এক্স হ্যান্ডেল পোস্টে দাবি করেছে, তৃণমূল সনাতন বিরোধী! রামকৃষ্ণ মিশনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে শুরু করে দুর্গাপুজোর বিসর্জন পিছিয়ে যাওয়া, সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ থেকে, রাম মন্দির নিয়ে কুৎসা রটানোর অভিযোগ, সবই করা হয়েছে এই পোস্টে।
একই সঙ্গে উঠে এসেছে রামনবমীর দিন বাংলায় হামলার ঘটনার কথা। বিজেপিও এও দাবি, বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভামঞ্চ থেকে ভুল মন্ত্র উচ্চারণ করে আসছেন। এইসব দাবি করেই বাংলার মানুষের কাছে তাঁদের আর্জি, এই লোকসভা ভোট থেকেই বাংলার সনাতন ধর্ম বিরোধী সরকারের সূচনা করুন।