একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আগামী শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট হবে কলকাতায়। উত্তর কলকাতায় এবারও তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সমর্থনে বড়বাজারে সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সেই সভা থেকেই তাঁর দাবি, ইডি-সিবিআইয়ের ভয়ে তাপস রায় ‘দল ছেড়ে পালিয়েছে’। মমতা স্পষ্ট জানান, ‘সুদীপদা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা। ওঁকে গ্রেফতার করেছিল, কোনও অপরাধ ছিল না। পার্টি ছাড়েননি।’ তাঁর অভিযোগ, ‘তাপস রায় এক বছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।’