ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবারের পর আজ, সোমবারও শিয়ালদহ শাখায় বাতিল করা হল একাধিক ট্রেন। ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট- হাসনাবাদ , বনগাঁ সহ একাধিক লাইনে ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাতভর চলেছে ঝড়-বৃষ্টির তাণ্ডব। এর জেরেই বাতিল ট্রেন। জানা গিয়েছে, রবিবার রাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়েছে। লাইনে জমেছে জল। এর জেরে শিয়ালদহ দক্ষিণ এবং কড লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
নামখানা, ডায়মন্ড হারবার, ক্যানিং , বারুইপুর, হাসনাবাদ , বনগাঁসহ একাধিক রুটে ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বাতিল হয়েছে মাঝেরহাট -হাসনাবাদ মাজেরহাট- বনগাঁ এবং মাঝেরহাট -ক্যানিং -এই সমস্ত লোকাল ট্রেনগুলি। আজকের জন্য আপাতত বাতিল করা হয়েছে এই সমস্ত লোকাল ট্রেন।
পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত এই ট্রেনগুলি বন্ধ থাকবে। অনেক জায়গায় সিগন্যালিং-এর সমস্যা, রেললাইনে গাছ ভেঙে পড়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। সেই কারণেই আপাতত এই সমস্ত ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।