চলতি মাসেই গাজায় মৃত্যু হয় রাষ্ট্রসংঘের মানবাধিকার কর্মী বৈভব অনিল কালের। ভারতীয় সেনার এই প্রাক্তন কর্মীকে ইজরায়েলি সেনা ‘খুন’ করেছে বলে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানালেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ মুস্তাফা!
গত ২০ মে ওই চিঠিতে মুস্তাফা লিখেছেন, ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিকের মৃত্যু আসলে ইজরায়েলি গণহত্যার একটা অংশ। গাজার আমজনতার ওপর মানবাধিকার বিরোধী অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। সেই বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যেই অন্যতম হল সেনার বোমাবর্ষণে ভারতীয়র মৃত্যু। প্রাক্তন কর্নেল বৈভব অনিল কালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীও।
উল্লেখ্য, নাগপুরের বাসিন্দা ৪৬ বছর বয়সি কর্নেল বৈভব ১৯৯৮ সালে সেনায় যোগ দেন। ১১ নং জম্মু এবং কাশ্মীর রাইফেলসে অন্যতম সদস্য ছিলেন তিনি। অবসর নেওয়ার পরে রাষ্ট্রসংঘের ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে যোগ দেন। এক সহকারীর সঙ্গে রাষ্ট্রসংঘের একটি গাড়িতে করে যাওয়ার সময়ে তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে ইজরায়েলি সেনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈভবের।