আগামিকাল, শনিবার ষষ্ঠ দফায় ভোট জঙ্গলমহলে। আর ভোটের ঠিক একদিন আগেই সেখানে অস্বস্তি বাড়ল বিজেপির। হ্যাঁ, গেরুয়া শিবিরকে কার্যত নিশানা করে এবার পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ উন্নয়ন সমিতি জানিয়ে দিল, দলিত, সংবিধান বিরোধীদের একটিও ভোট নয়। সম্প্রতি তারা পুরুলিয়া শহরে একটি মিছিল করে।
তার পরই ওই বার্তা। ওই সংগঠনের রাজ্য সম্পাদক বাবলু বাউরি বলেন, ‘যারা দলিত, সংবিধান বিরোধী আমরা তাদের সঙ্গে নেই।’ এদিকে, ভূমিজ থেকে সাঁওতাল জনজাতিও আগেই ইঙ্গিত দিয়েছিল বিজেপিকে একটিও ভোট নয়। ভূমিজ সম্প্রদায়ের মানুষজন রীতিমতো পুরুলিয়া শহরে মিছিল করে জানায়, বিজেপিকে ভোট দেবেন না। একই কথা বলেছে জাতিসত্তার আন্দোলনে তথা আদিবাসী তালিকাভুক্তের দাবিতে লোকসভা ভোটের ময়দানে নামা কুড়মি জনজাতিও।